বাড়িতে ক্ষুদ্র এই প্রাণীর উপস্থিতি অনেকেই ধনী হবার লক্ষণ মনে করেন। কিন্তু এই ধনী হবার লক্ষণই আপনার একদিন কাল হয়ে দাঁড়ায়। গরমকালে মিষ্টি জাতীয় খাবার শুধু নয়, কাপড় থেকে শুরু করে আরও অনেক কিছুতেই বেশ আশংকাজনকভাবে বেড়ে যায় পিপড়ার অত্যাচার। ক্ষুদে প্রজাতির এই প্রানীর অত্যাচার থেকে রক্ষা পাবার বেশ কয়েকটি প্রাকৃতিক উপায় আছে।আসুন জেনে নেয়া যাক সেই উপায়গুলো। (১) লেবুর রসঃ বাসা বা রুমের যেখানে পিপঁড়ার বসবাস সেখানে লেবুর রস ছিটিয়ে দিন ভালভাবে। দেখবেন পরিবার পরিজন পিপঁড়া পালিয়ে...

